বেশ কয়েকবছর আগেকার কথা। লন্ডনের বাকিংহাম প্যালেসের সংলগ্ন সেন্ট জেমস পার্কে বৈকালিক ভ্রমন করছি। সুন্দর পরিবেশ, রৌদ্রকরোজ্জ্বল দিন, অনেক স্থানীয় বাসিন্দারাই পরিবার সমেত ফ্যামিলি টাইম কাটাচ্ছেন। এমন সময় একটি ছোট শিশুর ভয়মিশ্রিত কান্না শুনে চমকে উঠলাম। কাছে গিয়ে দেখলাম তিন বছরের ছোট্ট ব্রিটিশ মেয়েটি দেখেছে চিপসের একটি খালি প্লাস্টিক প্যাকেট পার্কের পরিস্কার ক্যানালের জলে ভেসে যাচ্ছে। জল দূষিত হবে…সেই চিন্তায় ওইটুকু শিশুর ওরকম প্রতিক্রিয়া……
নয় নয় করে প্রায় বছর ছয়েক হয়ে গেল Parent Instructor হিসেবে কাজ করছি এ শহরে। কিন্তু মাঝে মাঝে সত্যিই হতাশ লাগে অনেক মা বাবাদের কিছু behaviour দেখে। অনেক সময়ই দেখি নামজাদা স্কুলে ভর্তি করার সময় তারা স্কুল কর্তৃপক্ষের সামনে নিজেদের সভ্যতম নাগরিক হিসেবে দেখানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা করেন। সেই সময় তোতাপাখির মতন বাচ্চাকে শেখানো হয় ইন্টারভিউয়ের পর চকোলেট দেওয়া হলে অবশ্যই তার মোড়কটি যেন সে ডাস্টবিনে ফেলে। কিন্তু ইন্টারভিউ রুম থেকে বেরিয়েই চিপসের প্যাকেট টি যখন বাচ্চাটি রাস্তার মাঝে ফেলে বাবা মা সেদিকে দৃকপাতও করেন না!!!!
আদতে আমরা তাহলে করছি টা কি? এদিকে আমরা আমাদের বাচ্চাদের গ্লোবাল সিটিজেন তৈরী করার ইঁদুরদৌড়ে নাম দিয়েছি,তাদের মতন জীবনযাপন করার পাঠ শেখাচ্ছি প্রতিনিয়ত…. কিন্তু উন্নত দেশের নাগরিকদের মতন সুসভ্য আচরণ শেখাতে পারছি কই? কেন ওদের সামান্যতম value education শেখাতে পারছিনা আমরা? এতই কি কঠিন এই শিক্ষাদান?
একটু ভেবে দেখুন।