বাচ্চাদের অতিরিক্ত পকেটমানি দেওয়া বন্ধ করুন:
১। বাবা মায়েদের অনেক বেশী সচেতন থাকতে হবে বাচ্চার প্রতিদিনের ক্রিয়াকলাপ সম্পর্কে। বন্ধুবান্ধবদের পরিমন্ডলের কোন পরিবর্তন,হঠাৎ করে বেশী পরিমান একা থাকার প্রবণতা, বিভিন্ন অজুহাতে টাকা পয়সা নেওয়ার প্রবণতা দেখলে সাবধান হতে হবে।
২। ফ্যামিলি মিটিং র মাধ্যমে বাচ্চাকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া প্রয়োজন তার হাতখরচার নির্দিষ্ট সীমারেখা। কোন খাতে কিভাবে সে তা খরচ করছে সেটাও জানার দরকার। কিন্তু সেটা তখনই সম্ভব যখন মা বাবা র সাথে বাচ্চার সুন্দর বন্ডিং থাকবে। সম্পর্ক এমনই রাখতে হবে যাতে কোন ভুল কাজ করলেও বাচ্চা এসে তার মা বাবাকেই বলে।
৩। বাবা মা দের নিজেদের সচেতনতা বাড়াতে হবে মাদকাসক্তির ফলাফল নিয়ে, তবে তারা শুরু থেকেই সহজভাবে বাচ্চাদের এর প্রভাব সমন্ধে বোঝাতে পারবে।
৪। স্কুল বা টিউশন ক্লাসে গিয়ে মাঝে মাঝে ছেলেমেয়েদের পড়াশোনা ও আচরনগত ব্যাপারে খোঁজ নিতে হবে। তবে তা করতে হবে ছেলে মেয়েদের অজান্তে। তা না হলে তাদের খারাপ লাগতে পারে।
৫। বাচ্চাকে মারধোর বা করপোরাল পানিশমেন্ট দেওয়া বন্ধ করতে হবে। এতে বাচ্চাদের মধ্যে মা বাবা সমন্ধে ক্ষোভ জন্মায়, তখন বাড়ীর থেকে বাইরের আকর্ষণ তাদের কাছে বেশী হয়ে দাঁড়ায়। মাদকের জালে জড়িয়ে পড়ে তারা।