আপনার সন্তানের মধ্যে বাড়ছে জেদ? দুর্ব্যবহার করছে বাড়ির সদস্যদের সাথে? আপনাদের জন্য রইল সাতটি সহজ প্যারেন্টিং পরামর্শ
১। বাড়ীর সবাই মিলে একসাথে বাচ্চার জেদের বিরোধিতা করুন। এটা একান্তই জরুরি। প্রয়োজনে বাড়ির অভিভাবকেরা মিলে নিজেরা আগে এ বিষয়ে আলোচনা করে নিন।
২। বাচ্চার মুখে কোন ধরণের অশালীন কথা শুনলে সঙ্গে সঙ্গে তাকে বারন করুন। প্রয়োজনে অন্ততপক্ষে বেশ কিছুক্ষণ ওর সাথে সবাই কথা বন্ধ করে দিন শাস্তি হিসেবে।
৩। ওদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিতে ভর্তি করুন। সাঁতার, আঁকা, গান ব্যায়াম.. এসব করলে ওর শরীর ও মন দুটোই ভাল থাকবে।
৪। সারাদিনে কোনভাবেই ১ ঘন্টার বেশী টিভি নয়। তাও শুধু ছোটদের অনুষ্ঠান। বড়দের সিরিয়াল বা সিনেমার সামনে ওকে ঘেঁষতেই দেবেন না।
৫। একই কথা বারবার বললে বাচ্চারা বিরক্ত হয়, তাই দৃঢ়ভাবে একবারই নির্দেশ দিন। উত্তেজিত হয়ে মারধর করা বন্ধ করুন।
৬। ওদের জন্য একটি সময় বরাদ্দ রাখুন, যাতে নিজের মতন করে ওরা সময় কাটাতে পারে। তবে সেখানে টিভি বা স্মার্ট ফোনের অনুপ্রবেশ চলবেনা।
৭। বাড়ীতে শান্তিপূর্ণ আবহাওয়া কাখার চেষ্টা করুন সবসময়। ঝগড়া অশান্তি কান্নাকাটি বাচ্চাদের মনকে অসহায় ও বিচলিত করে দেয়। তাই এ ব্যাপারে সাবধান থাকবেন।
বাচ্চাদের রোল মডেল আপনারা। তাই কোনভাবেই নিজেদের দৃষ্টিভঙ্গি মূল্যবোধ এবং সততা থেকে সরাবেন না। দেখবেন, ওরা সুন্দরভাবে বড়ো হয়ে উঠছে।
খুব ভালো লাগল
amar chele likhte chaina sob kichu pare kintu exam kichu lekhe na jehetu ok school a likhte bole na tai hoito amar mone hoi.lekho lekho katha ta ber ber boler por lekhe ki kore problem ta theke berobo kindly reply Deben.