বাচ্চার মধ্যে কিভাবে আত্মবিশ্বাস বা সেল্ফ রিলায়েন্স গড়ে তুলবেন?
ছ বছরের রৌণক পড়াশোনায় খুবই ভাল। সকাল সন্ধ্যে তার মায়ের কাছে নিয়মিত পড়াশোনা করতে বসে। কিন্তু পরীক্ষার দিন এগিয়ে এলেই সে ক্রমশ: গুটিয়ে যায়। তার কেবল মনে হতে থাকে সে বোধহয় কিচ্ছু লিখতে পারবেনা। অনেকসময় এসব চিন্তা করতে করতে তার জ্বর ও এসে যায়। আট বছরের কৌশিকী এখনো তার মায়ের ওপর পুরোপুরি নির্ভরশীল। তার চান, […]